খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় সারাদেশে ৫০ লাখ (পঞ্চাশ লক্ষ) পরিবারকে ৫ (পাচ) মাস ব্যাপি ১০/= (দশ) টাকা কেজি দরে মাসে ৩০ (ত্রিশ) কেজি হারে চাল বিতরণ।
*ও এম এস খাতে আটা বিক্রয় প্রচলন।
* কৃষকদের নিকট থেকে ৭ লাখ (সাতলক্ষ) মেঃ টন ধান ক্রয়।
* সারাদেশে গুদামের মজুদ ক্ষমতা ১৪ হতে ২১ লাখ মেঃ টনে বৃদ্ধি।
* মংলায় ৫০(পঞ্চাশ) হাজার মেঃ টন ধারণক্ষমতার সাইলো নির্মান।
* সান্তাহারে প্রথম বহুতল বিশিষ্ট গুদাম নির্মান।
* ঢাকার পোস্তগোলায় আধুনিক ময়দা মিল স্থাপন।
* ৮৫ কেজির স্থলে শ্রমবান্ধব ৩০ও ৫০ কেজির বস্তা ব্যবহার।
* ভিজিডি খাতে পুষ্টি চাল বিতরণ।
* শ্রীলঙ্কায় ২৫হাজার মেঃ টন চাল রপ্তানি।
* নেপালে ২০ হাজার মেঃ টন চাল অনুদান প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস